ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

Date:

Share post:

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০ মিনিটে ইস্টবেঙ্গল(East Bengal) খেলতে নামছে ডেম্পোর বিরুদ্ধে।

শিল্ড ফাইনালে হারের হতাশা ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন লাল হলুদ কোচ অস্কার ব্রুঁজো।  সুপার কাপের ভার্চুয়াল প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুঁজো জানালেন আগামী কয়েক সপ্তাহ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ গোয়াতেই। তাই গোয়ায় এসে নস্টালজিয়া কাজ করছে তাঁর মধ্যে।

ইস্ট বেঙ্গল ক্লাব নিজেদের উদ্যোগে গোয়ায় সুপার কাপের জন্য অনুশীলনের মাঠ ভাড়া করেছে। পানীয় জল থেকে বাস সব কিছুই  পরিষেবা পাচ্ছে না।  অত্যন্ত অপেশাদার মনোভাব দেখানো হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতি।

তবে এত কিছুর পরেও বিচলিত নয় অস্কার। জানিয়েছেন দলের একমাত্র লক্ষ্য ট্রফি জয়। আগামীকাল স্থানীয় ক্লাব ডেম্পোর বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্য নিয়ে নামবে লাল হলুদ ব্রিগেড। ডেম্পো কোচকে সমীহ করছেন অস্কার।

লাল হলুদ কোচ বলেন, সমীর নায়েককে আমি ভারতে প্রথম যখন এসেছিলাম তখন থেকে চিনি।ওর সাথে তখন থেকেই যোগাযোগ আছে।ফুটবলারদের বিষয়েও ওর সাথে আলোচনা হয়।ডেম্পোর প্রতি আমার পূর্ন শ্রদ্ধা আছে-অস্কার ব্রুঁজো।

সুপার কাপ কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে অস্কার বলেন,, ‘‘সুপার কাপ জিতলে সরাসরি এএফসির প্রতিযোগিতায় খেলা যায়। গুরুত্বপূর্ণ তো বটেই। আইএসএলের পাশাপাশি অন্য দলগুলোয় আছে ফলে কোনও দলকে হালকাভাবে নেওয়ার জায়গা নেই।’’

দলের নতুন ফুটবলারকে নিয়ে লাল হলুদ কোচ  বলেছেন, ‘‘আমরা ভাল খেলছি। যারা নতুন এসেছে, তারাও দলের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে। সম্পূর্ণ মানিয়ে নিতে একটু সময় লাগে। আমরা আত্মবিশ্বাসী। ভাল কিছুই আশা করছি।’’

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

টেকনিক্যাল সমস্যার জন্য বাম্বোলিম স্টেডিয়ামে হতে চলা সুপার কাপের ম্যাচের অনলাইন সম্প্রচার করা যাবে না জিও হটস্টারে। তাই, সেই ম্যাচগুলির অনলাইন সম্প্রচারের জন্য ফ্যানকোড ও এসএসইএন অ্যাপের সঙ্গে কথা বলছে এআইএফএফ।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...