দীপাবলি উৎসব (Diwali celebration) শেষে বাংলায় এখন ছট পুজো -জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি। উৎসবের আমেজ শেষ হতে না হতেই শুরু হবে বিয়ের মরশুম। ধনতেরাসের পর থেকে কিছুটা নিম্নমুখী হয়েছিল হলুদ ধাতুর দাম (Gold Price)। শুক্রবার (২৪ অক্টোবর) এক গ্রাম সোনা কিনতে কত টাকা খরচ করতে হবে তা জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম (Gold price) আজ ১২ হাজার ৫৪৬ টাকা হয়েছে, দশ গ্রামের দাম ১ লক্ষ ২৫ হাজার ৪৬০ টাকা। এক গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ১১ হাজার ৫০৫ টাকা। রুপোর দাম (Silver Rate) প্রতি কেজিতে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার টাকা যা আগের দিনের থেকে প্রায় হাজার তিনেক টাকা কমেছে। সোনা-রুপোর দামের ক্ষেত্রে ট্যাক্স যোগ করা হয়নি।

–

–

–

–

–

–

–
–

