Monday, January 19, 2026

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

Date:

Share post:

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে অনিয়মের অভিযোগ। তালিকায় নাকি রয়েছেন সুপ্রিম (Supreme Court) নির্দেশে অযোগ্যদের কেউ কেউ। অনেকে নাকি পুরো নম্বর পেয়েও ইন্টারভিউ-তে ডাক পাননি। এই নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। সোমবার, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেন আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। বিচারপতি সিনহা মামলা গ্রহণ করেছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

সুপ্রিম কোর্ট যেখানে আগেই স্পষ্ট করে দিয়েছিল, অযোগ্যদের সবার আগে বাদ দিতে হবে, তাঁরা যেন কোনওভাবেই পরীক্ষায় না বসতে পারেন। শনিবার রাতে SSC-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের (Interview) তালিকা প্রকাশ পায়। এর পরে থেকেই বিতর্ক শুরু। অভিযোগ, তালিকায় ২০ হাজার নাম থাকলেও দীর্ঘ দিন ধরে আন্দোলন করেছেন, তাঁদের অনেকেরই নাম নেই। ‘কাট অফ’ যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে নতুনরা। নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই পূর্ণ নম্বর ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি। আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, আংশিক সময়ের জন্য কাজ করতেন এমন কর্মীরাও তাঁদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন।

মামলাকারীদের অভিযোগ, একাদশ-দ্বাদশের ফল বেরনোর পরে দেখা যাচ্ছে, অযোগ্যের বেশ কয়েকজন নাম রয়েছে তালিকায়। কীভাবে তাঁরা পরীক্ষায় বসতে পারলেন? তাঁদের কয়েকজন ইন্টারভিউতেও ডাক পেয়েছেন বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামে তালিকায় অশিক্ষককর্মীদের নাম রয়েছে। অভিযোগ, অযোগ্যদের তালিকায় নাম থাকা নীতীশরঞ্জন প্রামাণিকের নাম রয়েছে একাদশ-দ্বাদশের পাশ করা চাকরিপ্রার্থীদের তালিকাতেও। তিনি ইন্টারভিউয়ের জন্যও ডাক পেয়েছেন। এ সব অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। বুধবারই বিচারপতি অমৃতা সিংহর বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা।
আরও খবর: ‘স্বাস্থ্য ইঙ্গিত’-এ সুবিধা পেলেন ৭ কোটি মানুষ! টেলিমেডিসিন পরিষেবা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

অসভ্যতার নজির! দিল্লি মেট্রোতে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগ 

দিল্লি মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে। ঘটনাটি ঘিরে...

ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, দিল্লি বিমানবন্দরে স্বাগত প্রধানমন্ত্রীর 

ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন। সোমবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে...

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

দিল্লি হাই কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সেঙ্গারের আবেদন খারিজ হয়ে গেল। কুলদীপ...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ইউটিউবে মুক্তি পেল ‘লক্ষ্মী এলো ঘরে’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজে বদলে গিয়েছে বাংলার মানুষের জীবন। রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ ও সামাজিক প্রকল্পের...