বদলে যাচ্ছে টলিপাড়ার সিনেমা মুক্তির (Tollywood Movie) খোলনলচে। শনিবার (২৯ নভেম্বর) ইমপার অফিসে বসেছিল স্ক্রিনিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas), ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta), অভিনেতা – প্রযোজক দেব (Dev), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অতনু রায়চৌধুরী, নিসপাল সিং (Nispal Singh), শতদীপ সাহা, জয়দীপ মুখোপাধ্যায়, পরিবেশক পঙ্কজ লাডিয়া, ক্যামেলিয়ার তরফে নীলাঞ্জন বসু। ইমপা-র তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে যে ছবি অন্তত ২ কোটির বাজেটে তৈরি হবে, তারাই প্রাইম ডেটে শো পাবে। দু-কোটির কম বাজেটের ছবির জন্য সেই দরজা বন্ধ! সূত্রের খবর এদিনের মিটিংয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) বলেন, বাংলা ছবির লগ্নি বাড়ানোর জন্য একটা স্ট্যান্ড পয়েন্ট রাখতেই হবে। যত বেশি লগ্নই হবে তত কাজের সুযোগ ও পরিধি বাড়বে। ফলে মানুষ আরও সিনেমামুখী হবেন।

বিগত কয়েকদিনে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে একাধিক বিতর্ক – আলোচনা শিরোনামে উঠে এসেছে। রাজ্য সরকারের তরফে বাংলা ছবির জন্য প্রাইম টাইম শোয়ের ব্যবস্থা করা হয়েছে আগেই। শনির মিটিংয়ে জানানো হয় প্রাইম ডে-তে শো পাওয়ার মাপকাঠি হল ছবির বাজেট। পাশাপশি ২০২৫ সালের শেষ দিকে তৈরি ছবি চলবে ২০২৬-এর প্রাইম স্লটে, আর ২০২৬ সালে তৈরি ছবি চলবে সেই বছরেই। তবে আগে শ্যুট করা পুরোনো ছবি কোনভাবেই প্রাইম ডে শো না। আগেই ঠিক করা হয়েছিল যে কোনও উৎসব বা উদ্যাপনের সময়ে একসঙ্গে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না। এক প্রযোজনা সংস্থা পরপর সব উৎসবে তার ছবি রিলিজ করতে পারবে না ইত্যাদি। শনিবারের বৈঠকে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটা কথা বেশ স্পষ্ট যে ছবি মুক্তির ক্ষেত্রে মূলত বাজেটকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক টলিউড প্রযোজক জানিয়েছেন বৈঠকে স্বরূপ বিশ্বাস বলেন যে ভালো চিত্রনাট্য আজকাল কম তৈরি হচ্ছে। এইদিকে নজর দেওয়া দরকার। শুধু তাই নয় শহরের পাশাপাশি মফস্বলের দর্শককে কী করে হলমুখী করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে বলেও মত প্রকাশ করেছেন ফেডারেশন সভাপতি। স্বরূপের কথায়, আজকাল ভালো বিনোদনমূলক চিত্রনাট্য বা চরিত্র বেশি হচ্ছে না। কিন্তু যখন সেই সুযোগ দর্শকের কাছে আসছে, তাঁরা ফল ভরিয়ে সিনেমা দেখছেন হই হই করে ব্যবসা হচ্ছে। শহরকেন্দ্রিক ছবি দিয়ে মফস্বলের হারানো বাজার ধরা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী বছর থেকেই টলিপাড়ার নতুন রিলিজ-নীতি চালু হতে চলেছে বলে খবর।

–

–

–

–

–

–

–

–
–


