‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে দূরত্ব ভুলে মঞ্চে পারফর্মও করেছেন যুগলে। কিন্তু তাতে কি আর তৃপ্ত হওয়া যায়? ফ্যানেদের উন্মাদনা বাড়িয়ে এ বছর পুজোয় ‘দেশু’র আগামী ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা দেব (Dev)। তারপর থেকেই জুটির অনুরাগীদের উৎসাহ উন্মাদনা ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবার ভিডিও বার্তা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবার দর্শককে আরও বড় উপহার দিতে এই প্রথমবার দেবের সঙ্গে অভিনেত্রী লাইভে আসতে চলেছেন। আগামী সোমবার বড় অ্যানাউন্সমেন্ট হবে বলেও জানিয়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’।


রবিবাসরীয় সকালে রাজপত্নী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় বলেন, “এবছর পুজোয় আমার আর দেবের আগামী ছবি দেশু ৭ আসছে। শু ছাড়া দে কী করে সম্ভব? মানে দেশু ছাড়া কী কখনও কোনও সেলিব্রেশন হয়? তাই প্রথমবার আমরা একসঙ্গে লাইভে আসছি।” সেদিন যে বিনোদন দুনিয়ার সবথেকে বড় চমক মিলবে, সেই আভাসও দিয়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’। এই ঘোষণার পর থেকেই ‘প্রাক্তন’ জুটিকে আগের মেজাজে ফিরে পাওয়ার অপেক্ষা শুরু ‘দেশু’ (DeSu) ভক্তদের।


–
–

–

–

–

–

–

–


