পুলিশের ডিজির পদে থেকে মহিলাদের সঙ্গে অশ্লীলতা। পুলিশের সরকারি কেবিন ব্যবহার করে একের পর এক অশালীন কাজ। সেই ছবি ভিডিও ভাইরাল (ভাইরাল ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হওয়ার পরই সতর্ক কর্ণাটক (Karnataka) প্রশাসন। সাসপেন্ড করা হল পুলিশের ডিজি (সিভিল রাইটস এনফোর্সমেন্ট) রামচন্দ্র রাওকে (Ramachandra Rao)।

অভিযোগ, নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন রামচন্দ্র রাও। এবার সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল (viral video) হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। বিষয়টি কর্নাটকের মুখ্যমন্ত্রীর (Chief Minister) নজরে আসতেই সাসপেন্ড করা হয় রামচন্দ্রকে।

তবে রামচন্দ্র রাও-য়ের নাম এর আগেও সংবাদের শিরোনামে এসেছে। গত বছর সোনা পাচারের অভিযোগে দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাও গ্রেফতার হয়েছিলেন। রামচন্দ্র রাও তাঁরই বাবা। জানা গিয়েছে বিভিন্ন সময়ে মাঝে মধ্যেই তাঁর অফিসে আসতেন একাধিক মহিলা। রামচন্দ্রের সঙ্গে তাঁরা দেখা করার কথা বলে চলে যেতেন পুলিশ আধিকারিকের কেবিনে। এবার সেখানেই তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : বেলুন ফোলাতেই বিপত্তি, সিলিন্ডার বিস্ফোরণে ছারখার উৎসবের মেজাজ

নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রামচন্দ্র কেবিনে বেশ আপত্তিকর অবস্থায় মহিলাদের সঙ্গে রয়েছেন। তাঁদের জড়িয়ে ধরছেন, চুম্বন করছেন। রামচন্দ্রের বিরুদ্ধে এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয় নি তবে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দফতর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

–

–

–

–

–


