রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশে বিপাকে পাঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা। আরবিআইয়ের নয়া নির্দেশ, আগামী 6 মাস 1 হাজার টাকার বেশি তুলতে পারবেন না ওই ব্যাঙ্কের গ্রাহকরা। যার জেরে, চরম বিপাকে পড়েছেন পাঞ্জাব এবং মহারাষ্ট্র সমন্বয় ব্যাঙ্কের গ্রাহকরা। মঙ্গলবার রাত থেকেই মুম্বইয়ে পিএনবির প্রতিটি শাখায় লম্বা লাইন পড়ে গ্রাহকদের। গভীর রাত পর্যন্ত ব্যাঙ্ক এবং এটিএমের বাইরে দেখা যায় গ্রাহকদের ভিড়।

আরও পড়ুন-কী হয়, কী হয় পরিস্থিতি হাইকোর্টে
