দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডে এবার ধরা পরল অভিযুক্ত প্রিন্স সিং। বজবজ থেকে দেবাঞ্জনের বান্ধবীর এই প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে নিমতা থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিমতায় দেবাঞ্জন দাসের অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই প্রিন্সের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। শনিবার রাতে প্রিন্সকে গ্রেফতার করা হয়। এর আগেই ধরা পড়ে দেবাঞ্জনের অপর বন্ধু বিশাল মারু। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।
