প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে জ্বলল বিরাট প্রদীপ

বাহারি বৈদ্যুতিক আলোর দাপটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ। দীপাবলিতে ফের প্রদীপ জ্বালানোর বার্তা দিতে জ্বলল বিরাট প্রদীপ। গুয়াহাটির দীঘালিপুকুরির কাছে এটি জ্বালানো হয়। এটিই বিশ্বের সবথেকে বড় মাটির প্রদীপ বলে দাবি উদ্যোক্তাদের। নাম ‘এক দিয়া প্রকৃতিকে নাম’। দীপটির ব্যাসার্ধ ৯৬ ইঞ্চি ও এটি ৩০ ইঞ্চি লম্বা। ৮০০ লিটার তেল ধরে ওতে।

শনিবার সন্ধেয়, দীপ প্রজ্জ্বলন অনুষ্ঠনে ছিলেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী। প্রধানমন্ত্রী প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েছেন। এদিনের অনুষ্ঠানেও সেই কথাই মনে করান অসমের রাজ্যপাল। এই উত্সষব অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞানের বিরুদ্ধে জ্ঞানের জয় বলে মন্তব্য করেন তিনি। উপস্থিত প্রত্যেকে এক চামচ করে তেল ঢেলে দেন প্রদীপে। প্লাস্টিক বন্ধের বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Previous articleদুষ্মন্তের সাহায্যে ফের মুখ্যমন্ত্রীর গদিতে খট্টর
Next articleগুলিবিদ্ধি একই পরিবারের ৭ জন, আটক ১