রবিবাসরীয় সন্ধেয় ফিল্ম ফেস্টিভালে রাজের সঙ্গে প্রসেনজিৎ

25তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল দেখা যায়নি তাঁকে। এ নিয়ে টলিউডে গুঞ্জনও কম হয়নি। অনেকেরই মতে, হয়তো শাসকদলের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে। এমনকী, রাজ্যপালের ডাকা বিজয়া সম্মেলনীতে তাঁর উপস্থিতির প্রসঙ্গ টেনে রাজনৈতিক সমীকরণেরও চেষ্টা হয়েছে। কিন্তু রবিবার সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা গেল রাজ চক্রবর্তীর ডাকে গৌতম ঘোষের ছবি দেখতে যেতে।

সন্ধে সাতটা নাগাদ উপস্থিত হন বুম্বাদা। ছিলেন হরনাথ চক্রবর্তীও। ছবি দেখার পর রাজের সঙ্গে লিকার চা-ও খান তিনি। নটা পনেরো নাগাদ নন্দন চত্বর ছাড়েন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবারের চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে, সেখানে বসানো হয় রাজ চক্রবর্তীকে। তাই নিয়ে প্রসেনজিৎ যে খুব একটা খুশি হননি, সেকথাও বুঝিয়েছিলেন তিনি। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি আরও জল্পনা বাড়ায়। কিন্তু রবিবার সন্ধে সব জল্পনার অবসান ঘটিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল চত্বরে রাজের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন টলিউডের বুম্বাদা।

আরও পড়ুন-আজ আকাশপথে নামখানা, কাকদ্বীপের দুর্গত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Previous article‘বুলবুল’ থেকে ম্যানগ্রোভই বাঁচাল সুন্দরবনকে
Next articleআদালতের রায় মেনে বিকাশ ভবনের সামনেই অবস্থানে রাজ্যের পার্শ্বশিক্ষকরা