আদালতের রায় মেনে বিকাশ ভবনের সামনেই অবস্থানে রাজ্যের পার্শ্বশিক্ষকরা

ফাইল চিত্র

হাইকোর্টের রায় মেনে আজ,সোমবার থেকে অবস্থানে বসছে রাজ্যের কয়েকশো পার্শ্বশিক্ষক। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে এই অবস্থান করা হচ্ছে। গতকাল, রবিবার হাইকোর্ট রায় দিয়ে জানিয়েছে, বিকাশ ভবনের ১০০ মিটারের মধ্যে ৩০০ জন অবস্থান করতে পারবেন। আর ৩০০ মিটারের বাইরে বাকি যাঁরা চাইবেন, তাঁরা জমায়েত করতে পারবেন। সেই মতো বিকাশ ভবনের উল্টো দিকে ক্যাম্প করে বসছেন শিক্ষকরা। সাত দিন বসতে পারবেন তাঁরা।

এই প্রসঙ্গে সংগঠনের নেতা ভগীরথ ঘোষ বলেন, “আমাদের দাবি সম কাজে সম বেতন। সরকারি কর্মীদের মতো পে স্কেল দেওয়া হোক। এনিয়ে আন্দোলন চলছে। অবস্থানে বসা নিয়ে তাই কোর্টে মামলা করা হয়েছিল।” কোর্ট এই রায় দেওয়ার পাশাপাশি একাধিক শর্তও দিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ কী করতে পারবে আর কী নয়, তাও বলে দেওয়া হয়েছে বলে সংগঠনের দাবি।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই বিকাশ ভবন চত্বরে বা তার আশপাশে কোনও জমায়েত করতে দেওয়া হয় না। মিছিল বা অবস্থান হলেও তা ময়ুখ ভবনের আগে আটকে দেওয়া হয়। কিন্তু এবার কোর্ট যা রায় দিয়েছে, তাতে একেবারে বিকাশ ভবনের দোরগোড়ায় অবস্থান করতে পারছেন পার্শ্বশিক্ষকরা।

Previous articleরবিবাসরীয় সন্ধেয় ফিল্ম ফেস্টিভালে রাজের সঙ্গে প্রসেনজিৎ
Next articleশাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের