দক্ষিণ চব্বিশ পরগনা নামখানার পাতিবুনিয়াতে উদ্ধার হওয়া ট্রলার থেকে মিলল আরও চারজনের দেহ। গত সপ্তাহে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে এই ট্রলারটি ডুবে গিয়েছিল। ৯ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারটিতে। ঘটনার পরের দিন একজনের দেহ উদ্ধার হয়। বুধবার মেলে আরও দু’জনের দেহ। এবার জলের তলা থেকে তোলা ট্রলারের ভিতর থেকে মিলল আরও চারজনের দেহ। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
