Sunday, November 16, 2025

প্যারাট্রুপাররা আকাশ থেকে নেমে কোহলিদের হাতে দেবে গোলাপি বল

Date:

Share post:

গোলাপি বল চলে এল ইডেনে। শুক্রবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সেই বল নিয়ে সোজা চলে আসেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে। পিচে কীরকম আচরণ করে তা দেখে নিতে বলেন তাঁকে। ২২শের গোলাপি টেস্টের শুরুতে মাঝ আকাশ থেকে সেনাকর্মীরা প্যারাশুটে নামবেন ইডেনে। তাঁরাই গোলেপি বল তুলে দেবেন দুই অধিনায়কের হাতে। তারপর সেনাবাহিনীর ব্যান্ডে বাজবে দু’দেশের জাতীয় সঙ্গীত। এমনই আপাতত পরিকল্পনা।

কেমন এই গোলাপি বল? এসজির এই গোলাপি বলের সিম একটু উঁচু। কোকাবুরা বলের চাইতে একটু বেশি উঁচু। সিমের রঙ কালো। কোকাবুরার পালিশ বেশি। এটি তুলনায় নিষ্প্রভ। ইডেনে আসল দিনে গোলাপি বল কেমন আচরণ করে, সে নিয়ে টেনশনে আছেন সুজন। খেলা ঘন্টা দেড়েক না কাটলে তবে সেদিন তাঁর ঘাম দিয়ে জ্বর ছাড়বে না। তার জন্য সেন্টার পিচকেই তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে গোলাপি টেস্টের টিকিট উম্মাদনায় যার পর নাই খুশি সৌরভ। প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। চতুর্থ বা পঞ্চম দিনের টিকিট কেন কম বিক্রি? সিএবির অন্দরের খবর, আসলে কোহলির দল যে দুরন্ত গতিতে খেলছে, তাতে ম্যাচ চারদিনে গড়ানো নিয়ে প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের মনে। কবে থেকে কাউন্টারে টিকিট দেওয়া হবে, তা এখনও স্থির হয়নি। অনেকে সকাল থেকে লাইন দিচ্ছেন। টিকিট না পেয়ে বিক্ষোভও দেখাচ্ছেন। সচিব অভিষেক ডালমিয়া জানান, মঙ্গলবারের পর জানাতে পারবেন কবে থেকে কাউন্টারে টিকিট দেওয়া হবে। শুক্রবার বিদেশ মন্ত্রক থেকে সিএবিতে ফোন আসে। পরিস্থিতি জানতে চেয়ে কিছু নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিদ্র করা হচ্ছে। দুই দেশের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা ইডেন পরিদর্শন করবে আগামী সপ্তাহে।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...