হায়দারবাদে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই মহিলার পোড়া দেহ উদ্ধারের ঘটনার পরেই দিল্লির জনবহুল এলাকাতেও উদ্ধার হল প্রৌঢ়ার রহস্যমৃত্যু। শনিবার সকালে, দিল্লির গুলাবিবাগ এলাকার একটি বাড়ি থেকে ওই দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন এই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের আগে তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়। তারপর এই গলা টিপে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।

আরও পড়ুন-দিলীপের সভার আগে সোদপুরে উত্তেজনা

