ধর্ষকদের বিরুদ্ধে মুখ খুলল মৃত তরুণীর পরিবার

ধর্ষকরা যেন আইনি সহায়তা না পায়। হায়দারাবাদে তরুণীর ধর্ষণ-খুনের পরে আর্জি পরিবারের। বুধবার রাতে, হায়দারাবাদের শামসাবাদে পশু চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার চালিয়ে খুন করা হয়। পরে প্রমাণ লোপাটের জন্য দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত চিকিৎসকের পরিবারের আবেদন, অভিযুক্ত চারজন যেন আইনি সহায়তা না পায়। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শুনানির চালানোর আর্জি জানিয়েছে পরিবার।

পাশাপাশি, ঘটনার রাতে পুলিশি সাহায্য না পাওয়ার অভিযোগ তুলেছেন তরুণীর বাবা। তাঁর অভিযোগ, সারারাত এক থানা থেকে আর এক থানায় ঘুরে বেড়িয়েছেন তিনি। কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। তিনি একাই মেয়েকে হন্যে হয়ে রাতভর খুঁজেছেন।

আরও পড়ুন-ছক কষেই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন