বাগদাদে মার্কিন হানায় ইরানের সেনাপ্রধানের মৃত্যুর পর এবার ইরাক থেকে মার্কিনবাহিনীকে পাত্তাড়ি গোটাতে বলল বাগদাদ প্রশাসন। অসমর্থিত সূত্রে খবর এইমাত্র ইরাক এই নির্দেশ জারি করেছে। এতে বেদম চটেছে আমেরিকা। পরিস্থিতি রীতিমত তপ্ত। আমেরিকা ইরাকের এই নির্দেশ মানবে কিনা এখনও স্পষ্ট নয়।



