ওদিকে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান৷ আর অন্যদিকে যুবভারতীতে নজর কাড়লো NRC-CAA-র বিরুদ্ধে বেনজির প্রতিবাদ৷ খেলা যখন চলছে তখনই ইস্টবেঙ্গল সমর্থকদের গ্যালারিতে দেখা গেল NRC-র প্রতিবাদে পোস্টার ৷ তাতে লেখা, “রক্ত দিয়ে কেনা মাটি,কাগজ দিয়ে নয়” ৷

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে সরব গোটা দেশ একদিকে শাহিনবাগ অন্যদিকে পার্কসার্কাস ময়দান৷ প্রতিবাদের আগুন দেশের বিভিন্ন প্রান্তেই ৷


এবার NRC-CAA প্রতিবাদ ছুঁয়ে গেল যুবভারতীকে ৷ প্রতিবাদী পোস্টারে-স্লোগানে ফেটে পড়লো লাল হলুদ গ্যালারি ৷ এই স্লোগান নিশ্চিতভাবেই CAA- বিরোধী আন্দোলনে নয়া মাত্রা জুড়তে চলেছে ৷
