Thursday, January 1, 2026

KMC Vote 88: প্রার্থী হতে পারেন মালা-নির্বেদপুত্র নির্বাণ

Date:

Share post:

কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন পুরোটাই মালা রায়- কেন্দ্রিক৷ সেই ১৯৯৫ সাল থেকে ২০১৫, পুরভোটে যখন যে দলের হয়ে প্রার্থী হয়েছেন, তিনিই জিতেছেন৷ হারিয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েটকেও৷ ২০১৫-তে পঞ্চমবার কাউন্সিলর হওয়ার পর তৃৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ইতিহাসে প্রথম মহিলা চেয়ার-পার্সন-এর দায়িত্ব দিয়েছেন মালা রায়কে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে কলকাতা-দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হলেও আজও মালা রায় পুরসভার চেয়ার-পার্সন৷

৮৮ নম্বর ওয়ার্ডের নাগরিকদের পুর- পরিষেবা সংক্রান্ত অভিযোগ তুলনায় অনেক কম৷ কলকাতার অন্যতম ‘মডেল’ ওয়ার্ড এটি৷ তাই মালা রায় তৃণমূলের প্রার্থী হলে, তিনিই ষষ্ঠবারের জন্য কাউন্সিলর হবেন, এমনই ধারনা রাজনৈতিক মহলের৷ ওদিকে,কোনও সাংসদের পুরভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনও নিষেধাজ্ঞা নেই৷ তাই এলাকার মানুষ চাইছেন, ফের মালা রায়ই ভোটে দাঁড়ান৷ তিনিই দলের প্রার্থী হবেন কি’না, তা স্থির করবে দল৷ এ ব্যাপারে মালা রায়ের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা মূল্যহীন৷ তবে এটাও বাস্তব, এই ওয়ার্ডের রাজনৈতিক ওঠাপড়া পুরোটাই সম্ভবত মালা রায়ের নিয়ন্ত্রণে৷

এদিকে তৃণমূল অন্দরের খবর, এবার এই ৮৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী হতে পারেন মালা রায় এবং নির্বেদ রায়ের সুযোগ্য পুত্র নির্বাণ রায়৷ ২০১৯-এ কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ‘মা’ মালা রায়ের ভোট প্রচারে নির্বাণের রাজনৈতিক ‘অভিষেক’ হয়েছে৷ শিক্ষানবিশি পর্বে মায়ের সঙ্গে ঘুরে ঘুরে নির্বাণ হাতেকলমে শিখেছেন প্রচারের কায়দা-কৌশল। মায়ের সঙ্গে বড় সভা, কর্মিসভাতেও ছিলেন৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন ছাত্র, বছর পঁচিশের নির্বাণ বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মায়ের ভোট প্রচারে অংশ নিতে কলকাতায় এসেছিলেন৷ এর আগে বাবা নির্বেদ রায়ের হয়েও তমলুকে প্রচার করেছিলেন নির্বাণ।

মেধাবী ছাত্র এবং প্রতিষ্ঠিত চাকুরে হলেও রাজনীতিতে অনাগ্রহী নন নির্বাণ। নির্বেদ-মালার পুত্রও কি সেই পথেই এগোচ্ছেন? এই প্রশ্নের উত্তর তো মায়ের ভোট প্রচারে যখন এসেছিলেন, তখনই দিয়েছেন নির্বাণ৷ তাঁর কথায়, “আমি চাকরি ছেড়ে কলকাতায় বাবা- মায়ের মতো রাজনীতি করতে চাই। কিছু পাওয়ার আশায় নয়। রাজনৈতিক পরিবারে জন্ম, সেই আবহে বড় হয়ে ওঠা। তাই অন্য কাজে স্বাচ্ছন্দ্যের কিছুটা তো অভাব হয়ই।”

তা হলে কি কলকাতা পুরভোটে ৮৮ নম্বর ওয়ার্ডে মা মালা রায়ের আসনে এবার তৃণমূল প্রার্থী তরুন প্রজন্মের নির্বাণ রায় ?

আরও পড়ুন-ভারতে প্রথম কেরালার পড়ুয়ার দেহে করোনা ভাইরাস, ছড়াচ্ছে শঙ্কা

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...