Tuesday, November 11, 2025

বাংলাদেশের সংসদে ফের জামাতকে নিষিদ্ধ করার দাবি

Date:

Share post:

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমান-সহ সকল স্বাধীনতা বিরোধীদের কবর স্থানান্তরে পদক্ষেপ নেওয়ার জোরদার দাবি উঠল বাংলাদেশের সংসদে। এই নিয়ে সংসদে সরব হয়েছেন আওয়ামি লিগ-সহ ১৪ দলীয় জোটের নেতারা। এই সময় তাঁরা জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতেও সোচ্চার হন।
জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি তুলে ধরেন তাঁরা। একই সঙ্গে তাঁরা দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
ওই আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহম্মদ শাহাবউদ্দিন, প্রাক্তন মন্ত্রী এইচএন আশিকুর রহমান, শামসুল হক টুকু, সামশুল হক চৌধুরি, সাগুফতা ইয়াসমিন এমিলি, মোরশেদ আলম, সরওয়ার জাহান, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং নির্দল সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, “লুই কানের নকশায় বলা আছে, সংসদ এলাকায় কী থাকবে বা থাকবে না। এই এলাকায় কয়েকজনের কবর আছে, যাঁরা স্বাধীনতার পক্ষে ছিলেন না। একজন সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান কাটাছেঁড়া করেছিলেন, তাঁরও একটি কথিত কবর আছে। হত্যাকারীরা তাঁর দেহ পুড়িয়ে দিয়েছিল।দেহের সন্ধান পাওয়া যায়নি। কার দেহ এখানে রয়েছে, জানা নেই। তিনি নকশাবহির্ভূত কবর অপসারণ করা হোক।” সব মিলিয়ে বাংলাদেশে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের সংসদ।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...