Saturday, May 17, 2025

মাধ্যমিকের আগে মাইক বাজানো নিয়ে উত্তপ্ত ২ স্কুল

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজানো নিয়ে উত্তপ্ত ২ স্কুল। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার আগে বিনা অনুমতিতে স্কুলের মাঠে মাইক বাজানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কানাইপুর পঞ্চায়েতের বরোবহেরা স্কুলের মাঠে। অভিযোগের তির নবগ্রাম পঞ্চায়েতের শিশুভারতী হাই স্কুলের দিকে।
ঘটনা কী?
শুক্রবার, কানাইপুর পঞ্চায়েতের বরোবহেরা স্কুলের মাঠে ক্লাস চলাকালীন মাইক বাজিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছে নবগ্রাম পঞ্চায়েতের শিশুভারতী হাইস্কুল। বরোবহেরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার জানান, এই মাঠটি অর্ধেক স্কুলের ও অর্ধেক স্থানীয় ক্লাবের। অভিযোগ, শিশুভারতী স্কুল ক্রীড়া প্রতিযোগিতার কথা তাঁদের জানিয়েছিল। যেহেতু তাঁদের স্কুল খোলা থাকবে আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা সেই কথা ভেবে বরোবহেরা স্কুলের তরফ থেকে শিশুভারতী স্কুলকে অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, শিশুভারতী স্কুল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ক্লাব ও পঞ্চায়েতের অনুমতি নিয়ে মাইক বাজিয়ে এই অনুষ্ঠান করেছে। এমনকী স্থানীয় ক্লাবের সদস্যদের দাবি, তাঁরা পঞ্চায়েতকে জানিয়ে শিশুভারতী স্কুলকে অনুমতি দিয়েছে। কিন্তু কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাঁকে এই বিষয়টা জানিয়েছিল। যেহেতু স্থানীয় সদস্য এই বিষয়টির অনুমতি দেননি, তাই পঞ্চায়েতের তরফ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি।
এই মাঠে অনুষ্ঠান নিয়ে বিতর্ক চলছেই। কিছুদিন আগে এই স্কুল মাঠে স্কুল চলাকালীন মাইক বাজিয়ে মেলা করার অভিযোগ উঠেছিল। এবার একদম মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল চলাকালীন কোনও অনুমতি ছাড়া কীভাবে অন্য একটি স্কুল মাইক বাজিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করছে সেই বিষয়ে উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...