Monday, January 12, 2026

মাধ্যমিকের আগে মাইক বাজানো নিয়ে উত্তপ্ত ২ স্কুল

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজানো নিয়ে উত্তপ্ত ২ স্কুল। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার আগে বিনা অনুমতিতে স্কুলের মাঠে মাইক বাজানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কানাইপুর পঞ্চায়েতের বরোবহেরা স্কুলের মাঠে। অভিযোগের তির নবগ্রাম পঞ্চায়েতের শিশুভারতী হাই স্কুলের দিকে।
ঘটনা কী?
শুক্রবার, কানাইপুর পঞ্চায়েতের বরোবহেরা স্কুলের মাঠে ক্লাস চলাকালীন মাইক বাজিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছে নবগ্রাম পঞ্চায়েতের শিশুভারতী হাইস্কুল। বরোবহেরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার জানান, এই মাঠটি অর্ধেক স্কুলের ও অর্ধেক স্থানীয় ক্লাবের। অভিযোগ, শিশুভারতী স্কুল ক্রীড়া প্রতিযোগিতার কথা তাঁদের জানিয়েছিল। যেহেতু তাঁদের স্কুল খোলা থাকবে আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা সেই কথা ভেবে বরোবহেরা স্কুলের তরফ থেকে শিশুভারতী স্কুলকে অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, শিশুভারতী স্কুল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ক্লাব ও পঞ্চায়েতের অনুমতি নিয়ে মাইক বাজিয়ে এই অনুষ্ঠান করেছে। এমনকী স্থানীয় ক্লাবের সদস্যদের দাবি, তাঁরা পঞ্চায়েতকে জানিয়ে শিশুভারতী স্কুলকে অনুমতি দিয়েছে। কিন্তু কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাঁকে এই বিষয়টা জানিয়েছিল। যেহেতু স্থানীয় সদস্য এই বিষয়টির অনুমতি দেননি, তাই পঞ্চায়েতের তরফ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি।
এই মাঠে অনুষ্ঠান নিয়ে বিতর্ক চলছেই। কিছুদিন আগে এই স্কুল মাঠে স্কুল চলাকালীন মাইক বাজিয়ে মেলা করার অভিযোগ উঠেছিল। এবার একদম মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল চলাকালীন কোনও অনুমতি ছাড়া কীভাবে অন্য একটি স্কুল মাইক বাজিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করছে সেই বিষয়ে উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

ভোটের আগে ইডি-র হানা: CPIM-এর উল্টো পথে শরিকদল CPIML

লোকসভা নির্বাচনের আগে যে শরিক দলের হাত ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বাংলার সিপিআইএম, সেই শরিক...

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার...

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...