এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ-এর ম্যাচ ঘিরে পারদ চড়ছে বাংলাদেশে

শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ দুটি টি-২০ আন্তর্জাতিক আন্তর্জাতিক খেলবে বাংলাদেশ। ম্যাচগুলি ১৮ মার্চ এবং ২১ শে মার্চ ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই পারদ চড়ছে বাংলাদেশে ।
পাঁচজন ভারতীয় ক্রিকেটার এশিয়া একাদশ দলের হয়ে অংশ নেবেবাংলাদেশ যদিও এখনও পর্যন্ত সেই ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়নি যারা ওই দুটি ম্যাচে খেলবেন। পাকিস্তান ক্রিকেটারদের এশিয়া একাদশ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কম।
গত ৭ বছর ধরে ভারত-পাক কোন দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তাই অনেকেই আশা করেছিলেন, এশিয়া একাদশের দলে ভারত ও পাকিস্তানের খেলোয়ারদের একসাথে খেলতে দেখা যাবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, কোনওভাবেই ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একসাথে খেলবে না।
খেলার সময়সূচি :
• ১৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, স্থান: শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা; সময়: সন্ধ্যা ছ’টা (ভারতীয় সময়)
• ২১ মার্চ: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, স্থান: শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা; সময়: সন্ধ্যা ছ’টা (ভারতীয় সময়)

Previous articleমানুষ নয়, করোনা আতঙ্কের জেরে হোটেলে বন্দিদের খাবার পৌঁছে দিচ্ছে রোবট
Next articleKMC vote 128: হঠাৎ বিস্ফোরক বিরোধী দলনেত্রী রত্না, তৃণমূল বলছে হারের অজুহাত!