Monday, August 25, 2025

হাত ধোয়ার কথা বলাতে যে চিকিৎসককে ‘পাগল’ বলেছিল দুনিয়া, গুগল জানালো সম্মান

Date:

Share post:

মানসিক হাসপাতালে মারধর খেয়ে মারাত্মক জখম হয়েছিলেন চিকিৎসক ইগনাজ স্যামেলওয়াইজ। ক্ষতদেহে পচন ধরে মারা যান মাত্র সাতচল্লিশ বছর বয়সে। বর্তমান পৃথিবীতে যেখানে করোনা সংক্রমণ রুখতে নানান ভাবে হাত ধোয়ার কথা বলা হচ্ছে বারবার, সেখানে এই চিকিৎসককে পাগলাগারদে ভরে দেওয়া হয়েছিল হাত ধোয়ার নিদান দিয়েছিলেন বলে। ইগনাজ স্যামেলওয়াইজকে জানতে হলে ফিরতে হবে প্রায় দুশ বছর আগে।

১৮৪৬ সালে স্যামেলওয়াইজ যোগ দেন ভিয়েনা জেনারেল হাসপাতালে। হাসপাতালে যোগ দিয়ে তিনি লক্ষ করেন হাসপাতালে প্রসূতি বিভাগে মৃত্যুর হার ছিল প্রায় ২৫ শতাংশ। বোঝার চেষ্টা করলেন ইগনাজ। খেয়াল করলেন প্রসূতি বিভাগের পুরুষ চিকৎসকরা সকালে মর্গে মরদেহ কাঁটাছেঁড়া করার পর হাত জীবানুমুক্ত না করে প্রসূতিদের সেবা দেন। এরফলে প্রসূতিরা পিউপেরাল জ্বর এ আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। এ পরিস্থিতিতে স্যামেলওয়াইজ সবাইকে হাত ধুয়ে জীবানুমুক্ত করে প্রসূতিদের সেবা দেওয়ার পরামর্শ দিলেন। ফল হল আশাতীত। তবে স্যামেলওয়াইজের এই হাত ধোয়া তত্ত্বকে স্বীকৃতি দিল না হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ তাহলে দায় বর্তায় চিকিৎকদের ওপর। এরপরে সামেলওয়াইজ যোগ দেন বুদাপেস্টের এক হাসপাতালে। সেখানেও তাকে পড়তে হয় বিরোধের মুখে। মানসিক যন্ত্রনায় আচরণে অসঙ্গতি দেখা দেয় স্যামেলওয়াইজের। তাকে কৌশলে পাঠানো হয় মানসিক হাসপাতালে। চিকিৎসকরা জানালেন নিউরো সিফিলিসে ভুগছেন ইগনাজ। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে অন্ধকার সেলে আটকে রাখা হয়। মেন্টাল অ্যাসাইলামে মারধর করা হয় ইগনাজকে। তার ডান হাতে একটি ক্ষত থেকে সংক্রমণ হয়। ওই ক্ষতের সংক্রমণ থেকে ১৮৬৫ সালে প্রাণ হারান স্যামেলওয়াইজ। কিংবদন্তী এই চিকি‍ৎসকের শেষকৃত্যে হাজির ছিলেন মাত্র তিনজন। ইগনাজের মৃত্যুর দু বছর পর শল্য চিকিৎসক জোসেফ লিসা সংক্রমণ ঠেকাতে হাত ধোয়া ও মেডিকেল যন্ত্রপাতি জীবানুমুক্ত করার ওপর জোর দিলেন। ১৮৭০ সালে চিকিৎসকরা এই পদ্ধতি গ্রহণ করলেন। ইগনাজ স্যামেলওয়াইজ স্বীকৃতি পেলেন। গুগল সার্চে গেলেই লোগোর পরিবর্তে আসছে একটি অ্যানিমেটেড ভিডিও, ইগনাজকে শ্রদ্ধা জানানোর জন্য ডুডল এ বিষয়টি তুলে ধরল গুগল। তবে জীবনের শেষদিন পর্যন্ত তাকে পাগল অপবাদ দিয়েছিল দুনিয়া।

দেখুন ডুডলটি…

আরও পড়ুন-করোনার সুনামি ভারতে? আক্রান্ত হতে পারে ৩০ কোটি, সতর্কবার্তা বিশেষজ্ঞর

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...