করোনার জেরে মেনু বদল চিড়িয়াখানায়, বাঘ-সিংহদের মিলছে দই-মিষ্টি?

করোনার আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব,সেই তালিকা থেকে বাদ পড়েনি কলকাতার আলিপুর চিড়িয়াখানা। আর সেই জন্য বদলেছে খাবারের মেনু। খাবারের তালিকায় নেই মাংস। বাঘ, সিংহ থেকে শুরু করে অন্যান্য প্রানীদের শেষ পাতে হচ্ছে মিষ্টি মুখ। রোজ পাতে পড়ছে দই,মিষ্টি। সেগুলো ভালোবেসে খাচ্ছেও তারা।

তবে এমন বদল কেন?

এই প্রসঙ্গে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানার, এক বাঘিনী করোনায় আক্রান্ত হয়। এরপর থেকেই দেশের সমস্ত চিড়িয়াখানায় জারি করা হয়েছে
করোনা সতর্কতা। তাই আলিপুর চিড়িয়াখানার সকল প্রানীদের জন্য, সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন তাঁরা।

Previous articleস্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন থেকে যে বিষয়গুলি জানালেন…
Next articleএবার করোনায় আক্রান্ত সেনা আধিকারিক-সহ ২৪