ফের ঘরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল একদল অসহায় পরিযায়ী শ্রমিকের। আর উত্তরপ্রদেশে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার খবর কানে আসতেই সেই ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, শনিবার এক শোকবার্তায় তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।

একই ভাবে ওই ২৪ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
