Thursday, August 28, 2025

শেষবার দেখা হল না ছেলেকে, শোকে বিহ্বল রামপুকার

Date:

Share post:

লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুর্দশা বেড়েছে পরিযায়ী শ্রমিকদের। মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরেছেন তাঁরা। কেউ আবার গন্তব্যে পৌঁছানোর আগেই পৃথিবী ছেড়েছেন। আবারও এক পরিযায়ী শ্রমিকের দুর্দশার ছবি সামনে এলো।

মৃত্যুশয্যায় ছেলে। তাকে শেষবার দেখার জন্য দিল্লি থেকে হাঁটতে শুরু করেছিলেন রামপুকার পণ্ডিত। কিন্তু পথেই খবর পেলেন ছেলে আর নেই। কান্নায় ভেঙে পড়েন রামপুকার। বিলাপের মতো বলে চলেন, “আমাদের মতো পরিযায়ী শ্রমিকদের কোনও জীবন নেই। সাইকেলের চাকার মতো জীবন। ঘুরছি তো ঘুরছি।”

দিল্লিতে একটি সিনেমা হল নির্মাণের কাজ করতেন রামপুকার। ১১ মে তাঁকে দিল্লির নিজামুদ্দিন ব্রিজের কাছে দেখতে পান সংবাদ সংস্থার চিত্রগ্রাহক। সেই ছবিতে দেখা যায় কানে ফোন ধরে কাঁদছেন তিনি। পরে সাংবাদিকদের জানান, ১২০০ কিলোমিটার দূরে তাঁর বাড়ি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ছেলে। শেষবারের মতো ছেলেকে দেখতে বাড়ি ফিরতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। তাঁর অভিযোগ, উপরন্তু পুলিশ বলেছেন, “তুমি গেলে কি ছেলে সুস্থ হবে?” এরপর এক সাংবাদিক রামপুকার পণ্ডিতকে টাকা দিয়ে বাড়ি ফেরার বিশেষ ট্রেনের টিকিট কেটে দেন। কিন্তু পথেই খবর পান ছেলে রামপ্রবেশের মৃত্যু হয়েছে। শেষকৃত্যে যেতে পারেননি। ঠাঁই হয়েছে বেগুসরাইয়ের কোয়ারেন্টাইনে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...