আগামী ২৫মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হবে। প্রায় দু’মাস পর এই পরিষেবা চালু হচ্ছে। এই খবর অসামরিক বিমান পরিবহন দফতর থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে দেশের সমস্ত বিমানবন্দরকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রথম ধাপেই সব বিমানবন্দর খুলে দেওয়া হবে না। বিমান পরিষেবা বাড়বে ধীরে ধীরে। কলকাতা থেকে খবর, দুটি বিমান সংস্থা বিমান পরিষেবা চালু করবে দমদম বিমানবন্দর থেকে। একটি সংস্থার ২০টি এবং অন্য সংস্থার ৩০টি বিমান চালু হবে। এয়ার ইন্ডিয়ার কোন বিমান চালু হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।
