শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সপ্তাহ খানেকের মধ্যে ৫ জন আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে একজনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এর আগে ২৭ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন আক্রান্ত হন। এছাড়া মাটিগাড়ার পতিরামে ১জন আক্রান্ত হন। একরা সকলেই মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার যিনি আক্রান্ত হয়েছেন তাঁকেও সেখানে নিয়ে ভর্তি করা হয়েছে। এছাড়া তাঁর সংস্পর্শে আসা আরও ২০জনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের কর্তারা এই সব এলাকায় কড়া নজর রেখেছেন।

এদিকে শহরের সব বাজার খুলে দেওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে আক্রান্তদের বাড়ি পুরো ব্লক করে দেওয়া হয়েছে।