Thursday, August 28, 2025

সোমবার মস্কো যাচ্ছেন রাজনাথ সিং, দেখা হতে পারে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কোনও দেশেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সেই আবহেই রাশিয়া যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ আগামী সোমবার মস্কো রওনা দেবেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের প্রেক্ষিতে প্রতি বছর ২৪ জুন মস্কোয় ‘ভিক্টরি ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুনিয়ার প্রায় সব দেশকেই আমন্ত্রণ জানায় রাশিয়া৷ সেই অনুষ্ঠানে অংশ নিতেই রাজনাথ যাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার কথা চিনের প্রতিরক্ষামন্ত্রীও। ফলে রাজনাথের হঠাৎ মস্কো উড়ে যাওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে৷

সেনা সূত্রে খবর, মস্কোর রেড স্কোয়ারে এ বছরের প্যারেডে একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অংশগ্রহণ করবে ভারতের তিন বাহিনীর একটি যৌথ দল। এ ছাড়া, রেড স্কোয়ারে ভারতীয় সেনার এক মেজরের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্টের জওয়ানরাও। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি’র হয়ে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলো শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য বহু পুরস্কারও রয়েছে এই রেজিমেন্টের।
গত ১৭ জুন, মস্কোয় রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া ঝাখারোভা জানিয়েছিলেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে ভারত ও চিনের সৈন্য দলও রেড স্কোয়ারে মার্চ করবে।

লাদাখের সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনার পর মস্কোয় প্রথম দেখা হওয়ার কথা ভারত ও চিনের প্রতিরক্ষা মন্ত্রীর৷
সেই প্রেক্ষিতে রাজনাথ সিংয়ের এই রাশিয়া সফর যথেষ্ট তাৎপর্যের বলেই মনে হচ্ছে।

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...