Sunday, August 24, 2025

দক্ষিণ দিনাজপুরে রাস্তা তৈরি ঘিরে দুর্নীতির অভিযোগ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুই কোটিরও বেশি টাকা বরাদ্দে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর থেকে চাদপুর শ্মশানঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। এই কাজের বরাত পেয়েছেন ঠিকাদার তথাগত সেন। তিনি গঙ্গারামপুরের বাসিন্দা। লকডাউনের জন্য কিছুদিন কাজ বন্ধ থাকলেও, গত একমাসের বেশি ধরে ওই রাস্তার কাজ চলছে। কিন্তু এই কাজ ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। রাস্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ছবিতে দেখা যাচ্ছে, হাত দিয়ে টানতেই রাস্তা থেকে উঠে আসছে পিচের চাদর। গ্রামবাসীদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে। দুর্নীতি নয়, তাঁরা সঠিক রাস্তা চাইছেন। এই ভাইরাল ভিডিও বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান সকলেই নীরব বলে অভিযোগ স্থানীয়দের। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার তথাগত সেন।

এদিকে এরই সঙ্গে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভা সাংসদ অর্পিতা ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন কার্যকরী সভাপতি সোনা পাল কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য পার্সেন্টেজ চাইছেন। ওনাকে ভাগ দিলেই টেন্ডার পাওয়া যাবে বলে ভিডিওটিতে বলছেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা স্বীকার করেননি সোনা পাল। তাঁর দাবি, তাঁকে অপদস্ত করতে এই ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।
তবে স্থানীয়রা এই দু’টি ঘটনাকে এক করেই দেখছেন। তাঁদের অভিযোগ, এইভাবে ঘুষ দিয়ে টেন্ডার পেয়েই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদাররা। তবে এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...