বাঘজান তৈলখনির আগুন নেভাতে নামল সেনা

প্রায় ৫০ দিন হতে চলল। কিন্তু এখনও নেভেনি অসমের বাঘজান তৈলখনির আগুন। ক্ষতিগ্রস্থ হয়ছে মাগুরি-মাংতাপুর বলের বহু পাখি, বহু জলজ প্রাণী। সইখোয়া উদ্যানেরও ক্ষয়ক্ষতি হয়েছে।দেড়মাসের উপর জ্বলতে থাকা সেই আগুন নেভাতে তৎপর হল সেনা।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছে, প্রতিকূলতার মধ্যেও ভারতীয় সেনা পৌঁছে গিয়েছে বাঘজানে। সেখানে সেনার গাড়ি চলাচলের জন্য ১০০ মিটার রাস্তা তৈরি করা হয়েছে। এদিকে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৪৪ জনের।

Previous articleবৃহস্পতিবার থেকে পুরো বারাসতে লকডাউন
Next articleদক্ষিণ দিনাজপুরে রাস্তা তৈরি ঘিরে দুর্নীতির অভিযোগ, ভাইরাল ভিডিও