তাঁর মৃত্যু রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। সোমেন মিত্রর প্রয়াণে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। রাজ্যপাল জগদীপ ধনকড় বলছেন, মাত্র এক বছর এ রাজ্যে এসেছি। বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে পরামর্শ পেয়েছি। দিল্লি থেকে রাহুল গান্ধী ট্যুইট করে বলেছেন, ভালোবাসা ও শ্রদ্ধায় তাঁকে মনে রাখব। এই দুঃসময়ে তার পরিবারের পাশে রয়েছি। আমার সমবেদনা রইল। একসময়ের বহু লড়াইয়ের সাক্ষী এবং বর্তমানে তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, সোমেনদা ছিলেন আমাদের অভিভাবকের মতো। আমি এবং প্রিয়রঞ্জন দাশমুন্সি কলকাতায় এসে রাজনীতি করতে পেরেছি সোমেনদার সৌজন্যেই। আর লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বললেন, অভিভাবককে হারালাম। বাংলায় একটা অধ্যায়ের সমাপ্তি হলো। সিপিএম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর শোকবার্তা, বাংলার রাজনীতিতে একটি চরিত্রের পরিসমাপ্তি হলো। টানা ৩৪ বছরের একজন বিধায়ক, অন্যদিকে অত্যন্ত সুভদ্র একজন মানুষ, যিনি রাজনীতিতে একটা আলাদা জায়গা করে ছিলেন, থাকবেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ছোটবেলা থেকে ওনাদের মতো নেতাদের নাম শুনে এসেছি। ওনার সঙ্গে পরিচয় ছিল। কয়েকবার কথাও হয়েছে। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
