লকডাউন, সেই সঙ্গে টানা বৃষ্টি, ঘরবন্দি উত্তরবঙ্গ

পুলিশের কড়াকড়িতে শুক্রবার শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে লকডাউনে রাস্তায় লোকজনকে প্রায় বেরোতেই দেখা যায়নি। কারণ, রাস্তায় বের হলেই প্রতি পদে জেরা। কেন বেরিয়েছেন? সত্যিই বেরনোর দরকার ছিল কিনা, তা নিশ্চিত করতে না পারলে রাত অবধি থানায় রেখে দেওয়া বা জরিমানা করার মুখে পড়তে চাননি অনেকেই। দুপুর অবধি উত্তরবঙ্গের আট জেলায় লকডাউনে বিধিভঙ্গের অভিযোগে ৫০-৬০ জনের বেশি নাগরিককে আটক করেনি পুলিশ। বিকেল গড়াতেই উত্তরবঙ্গের অনেক এলাকায় তুমুল বৃষ্টি নামে। ফলে, অঘোষিত বনধের চেহারা দেখা যায়।

শিলিগুড়ির হিলকার্ট রোডে
শহরের উপকন্ঠে জাতীয় সড়কে