Saturday, August 23, 2025

রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলায় অনুতপ্ত উপাচার্য, সঠিক সময়ে পৌষ মেলাও হচ্ছে, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছা বিশ্বভারতীর নেই। পর্যাপ্ত সহযোগিতা ও পরিকাঠামো পেলেই মেলা হবে। শুক্রবার ভার্চুয়াল বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। এছাড়াও মেলার সবরকম আয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিন ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বভারতীয় সমস্ত আধিকারিক, অধ্যাপক ও কর্মীরা। বৈঠকেই পৌষমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে, নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে ৭ পৌষ শুরু হবে পৌষমেলা। পরিবেশ আদালতের নির্দেশ মেনে ঠিক ৪ দিন হবে পৌষমেলা। বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলা হয়েছে। ২২ অগাস্ট একটি সাত পাতার বিবৃতি জারি করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলেছিলেন। নিন্দার ঝড় উঠেছিল সর্বস্তরে। এ ঘটনায় কবিগুরুকে ‘বহিরাগত’ বলায় অনুতপ্ত বিশ্বভারতীর উপাচার্য। এপ্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই বক্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন তার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।”

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মেলার মাঠে ব্যারিকেড দেওয়া নিয়ে অহেতুক সংশয় হয়েছে। সমস্ত রকম অসামাজিক কাজের হাত থেকে বাঁচানোর জন্য আশ্রমের চারপাশে দেওয়াল তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে এর থেকে বিরত থাকার উপায় নেই। সরকারি নির্দেশাবলী মেনে এবং জাতীয় পরিবেশ আদালতের আদেশ মোতাবেক পৌষ মেলার মাঠ আমরা ঘিরতে বাধ্য।”

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...