Thursday, January 1, 2026

ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীররঞ্জন চৌধুরি

Date:

Share post:

ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি৷ বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন৷ গত ৩০ জুলাই প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ মৃত্যুর প্রায় পাঁচ সপ্তাহ পর নতুন সভাপতির নাম জানালো দলের হাই কম্যাণ্ড৷ তবে এআইসিসির তরফে স্পষ্টভাবে জানানো হয়নি লোকসভায় কংগ্রেস দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি, দু’টি পদই অধীর চৌধুরি সামলাবেন কি’না৷

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আচমকাই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো অধীররঞ্জন চৌধুরিকে৷ ২০১৪-র জানুয়ারি মাসে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসা সোমেন মিত্রকে করা হয়েছিলো প্রদেশ সভাপতি৷ সোমেনবাবুর প্রয়াণের পর প্রত্যাশিতইহভাবেই এআইসিসি সেই পদেই ফিরিয়ে আনলেন অধীরবাবুকে৷ অধীর চৌধুরি প্রথম দফার জমানায় কংগ্রেস কট্টর তৃণমূল বিরোধী অবস্থানে ছিলেন৷ যত বার তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্ন উঠেছে, অধীরবাবু তত বারই স্পষ্ট করে তা খারিজ করেছিলেন। দিল্লির নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, বাংলার কংগ্রেস অটল থাকবে তৃণমূলের বিরোধিতায়, অতীতে বার বার এ কথা বলেছেন অধীর। অধীর চৌধুরি সভাপতি হওয়ায় একদিকে যেমন বাম-কংগ্রেস জোট শক্তিশালী হবে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বি আসন সমঝোতা পর্বে ঠান্ডা জল ঢেলে দেওয় হলো বলেই রাজনৈতিক মহলের অভিমত৷

আরও পড়ুন- চিটফান্ড কাণ্ডের “নায়ক” বাবুলের “Z প্লাস” নিরাপত্তা! বিজেপি সাংসদকে কটাক্ষ নুসরতের

প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার শেষপর্যন্ত তিনটি নাম ছিলো৷ অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য এবং আবদুল মান্নান ৷ গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠা অধীরবাবুর সভাপতি হওয়া প্রায় নিশ্চিতই ছিলো৷

পাল্লা ভারি ছিলো অধীরবাবুর দিকেই৷ এআইসিসির অন্দরে অঘোষিতভাবে দু’টি শিবির তৈরি হওয়ার কারনেই ধরে নেওয়া হয়েছিলো, নিজের ঘনিষ্ঠকেই প্রদেশ সভাপতি করবেন দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী৷ কংগ্রেস হাইকম্যান্ডের চিঠিতে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন অধীর চৌধুরি ৷ একইসঙ্গে মুক্তকন্ঠে এআইসিসি জানিয়েছে, প্রয়াত সভাপতি সোমেন মিত্রের কংগ্রেসের প্রতি অবদান, দল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে৷

আরও পড়ুন- শিল্প প্রসারে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ২ থেকে ১০ কোটি টাকা ইনসেনটিভ

 

spot_img

Related articles

পাটশিল্প বাঁচাতে কেন্দ্রকে চিঠি তৃণমূলের, দ্রুত সমাধানের দাবি

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...

নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের স্মরণে এই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটিই এবার বাতিল করল...

নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের...

ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার অভিযুক্ত SI

ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর (Mysterious death) ঘটনায় গ্রেফতার করা ক্যানিং থানার সাব-ইনস্পেকটর সায়ন ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই অধরা...