Saturday, August 23, 2025

অস্বস্তিতে কেন্দ্র, কৃষি আইন নিয়ে মোদি সরকারের জবাব তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

আদালত পর্যন্ত গড়ালো কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন৷ এই আইন নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখনই বহুচর্চিত কৃষি-আইন নিয়ে কেন্দ্রের জবাব তলব করলো সুপ্রিম কোর্ট৷ আদালতের এই নির্দেশে বিপাকে মোদি সরকার৷

তিনটি বিতর্কিত কৃষি আইন নিয়ে সোমবার কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে এ বিষয়ে বক্তব্য তলব করেছে শীর্ষ আদালত৷ আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, সংসদের সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে ৩টি নতুন কৃষি বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ওই বিলে সইও করেছেন ৷ ফলে এখন ওই বিল দেশের আইনে পরিণত হয়েছে।
আর এরপরই নতুন কৃষি আইন চ্যালেঞ্জ করে ৩টি মামলা রুজু হয় সুপ্রিম কোর্টে৷ সোমবার ওই ৩ মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে৷ প্রধান বিচারপতি এস এ বোবদে দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের কাছে ওই আবেদনগুলির যথাযথ উত্তর পেশ করার নির্দেশ দিয়েছেন।

এই মামলার হলফনামায় বলা হয়েছে, আলোচ্য ওই কৃষি বিল কার্যকর হলে কৃষকরা তাঁদের জমি, শস্য ও স্বাধীনতা সবই খোয়াবে। কৃষকদের ভবিষ্যতের দখল নিয়ে নেবে কর্পোরেট হাউসগুলি।
ওদিকে, দাখিল হওয়া ওই ৩ হলফনামার একটিতেও মামলার ‘কজ অফ অ্যাকশন’-এর হদিশ পাননি প্রধান বিচারপতি৷ এই গলদ থাকার কারনে মামলাকারীকে হলফনামা ফেরত নিয়ে প্রধান বিচারপতি নতুন হলফনামা পেশ করতে বলেছেন৷ প্রধান বিচারপতি বলেছেন, “আদালত এই হলফনামা খারিজ করছে না। আবেদনকারীকে শুদ্ধ হলফনামা জমা দিতে বলা হচ্ছে৷”

ছত্তিশগড় কিষান কংগ্রেস এই আইন নিয়ে মামলা করেছে৷ তাদের বক্তব্য, মান্ডি ব্যবস্থা নিয়ে রাজ্যে রাজ্যে যে নিয়ম বহাল আছে, তাকে ব্যাহত করবে কেন্দ্রের এই আইন। এ বিষয়ে প্রধান বিচারপতি জানান, তিনি সংশ্লিষ্ট হাইকোর্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন-কৃষকরা খুশি হলে কৃষি আইন নিয়ে বিরোধিতা কেন? কেন্দ্রকে প্রশ্ন রাহুলের

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...