Sunday, January 11, 2026

সেই যোগীর রাজ্য, এবার প্রকাশ্যে চলল গুলি, মৃত্যু একজনের

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মৃত্যু একজনের। কাঠগড়ায় বিজেপি নেতা। ফের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে উত্তপ্রদেশ সরকারের কাছে। দিবালোকে গুলি চলার গোটা ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের এক শীর্ষ আধিকারিকের সামনে। জানা গিয়েছে, ওই আধিকারিক ও এক পুলিশকর্তাকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এখনও পর্যন্ত গুলি চলার ঘটানায় গ্রেফতার করা হয়নি কাউকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তপ্রদেশের বালিয়াতে রেশনের ডিলারশিপ বণ্টন নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষসহ স্থানীয় নেতারাও। বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিবাদ। গুলি পর্যন্ত চলে সেখানে। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ফাঁকা মাঠে বহু মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে আরেকপ্রান্ত ছুটতে শুরু করে। সেই সঙ্গে শোনা যায় গুলির আওয়াজ। এই গোটা ঘটনাটির ভিডিও শেয়ার করেছে একটি সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় ৩ রাউন্ড গুলি চলে। আর তাতেই জয়প্রকাশ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুলি চালানোর অভিযোগ, ধীরেন্দ্র সিং নামের এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। যিনি স্থানীয় বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। একথা কথা স্বীকার করেছেন খোদ সুরেন্দ্র সিং। জানিয়েছেন, অভিযুক্ত ধীরেন্দ্র সিং ওই এলাকার বিজেপির প্রাক্তন চাকরিজীবী সেলের নেতা। যদিও, এই ঘটনাকে নেহাতই আর পাঁচটা সাধারণ ঘটনার মতো বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলছেন, এই ধরনের ঘটনা ঘটেই থাকে। আইন আইনের পথে চলবে। এই ঘটনায় ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হলেও, কাউকে গ্রেফতার করা যায়নি।

যোগীর রাজ্যে নারী- নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন-জানুয়ারিতেই কংগ্রেসে শুরু হতে চলেছে রাহুল- প্রিয়াঙ্কা যুগ ! চলছে ঘর গোছানোর পর্ব

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...