Sunday, August 24, 2025

দিল্লিতে শর্তসাপেক্ষে দুর্গাপুজোর অনুমতি

Date:

Share post:

উমা বন্দনার প্রস্তুতি তুঙ্গে রাজধানীতে। শর্তসাপেক্ষে রাজধানীতে সর্বজনীন পুজোর অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেই নিয়ম মেনে এবার দিল্লির চিত্তরঞ্জন পার্ক থেকে করোলবাগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ঘটপুজোর আয়োজন করা হয়েছে দিল্লির করোলবাগে।

দিল্লি সরকার জানিয়েছে-

১. ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডেল বা অন্য কোনও জায়গায় র্‌্যালি, খাবারের স্টল, প্রদর্শনী, শোভাযাত্রা করা যাবে না।

২. কোনও বদ্ধ জায়গায় অনুষ্ঠান হলে ন্যূনতম ৫০ শতাংশ মানুষের জমায়েত হতে পারে। কিন্তু সেই সংখ্যা কখনই ২০০-র বেশি হবে না।

৩. খোলা জায়গায় অনুষ্ঠান হলে সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪. প্যান্ডলের ভেতরে ঢোকা এবং বেরোনোর জন্যতে আলাদা গেট করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

৫. ভিডিও রেকর্ডিং করা বাধ্যতামুলক। সেই ভিডিও পাঠাতে হবে জেলা শাসকের কাছে।

৬. জেলা শাসক প্রত্যেক মণ্ডপে একজন নোডাল অফিসার মোতায়েন করবেন। পাশাপাশি গাইডলাইন মানা হচ্ছে কি না তা দেখতে পুলিশও মোতায়েন করা হবে।

এই নিয়ম মেনে এবার পুজোর আয়োজন করেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক। পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ‘‘এবার শুধু পুজো হচ্ছে। কোনও সেলিব্রেশন হচ্ছে না। কোনও উৎসবের রং নেই। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। ভোগ, প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবার তা হবে না। দর্শনার্থীদের সুবিধার জন্য অনলাইন পুজো, অনলাইন অঞ্জলীর আয়োজন করেছি। কেউ যদি বিশেষ ভোগ চান, তাহলে সেটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’

আরও পড়ুন:ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...