Saturday, November 15, 2025

দিল্লিতে শর্তসাপেক্ষে দুর্গাপুজোর অনুমতি

Date:

Share post:

উমা বন্দনার প্রস্তুতি তুঙ্গে রাজধানীতে। শর্তসাপেক্ষে রাজধানীতে সর্বজনীন পুজোর অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেই নিয়ম মেনে এবার দিল্লির চিত্তরঞ্জন পার্ক থেকে করোলবাগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ঘটপুজোর আয়োজন করা হয়েছে দিল্লির করোলবাগে।

দিল্লি সরকার জানিয়েছে-

১. ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডেল বা অন্য কোনও জায়গায় র্‌্যালি, খাবারের স্টল, প্রদর্শনী, শোভাযাত্রা করা যাবে না।

২. কোনও বদ্ধ জায়গায় অনুষ্ঠান হলে ন্যূনতম ৫০ শতাংশ মানুষের জমায়েত হতে পারে। কিন্তু সেই সংখ্যা কখনই ২০০-র বেশি হবে না।

৩. খোলা জায়গায় অনুষ্ঠান হলে সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪. প্যান্ডলের ভেতরে ঢোকা এবং বেরোনোর জন্যতে আলাদা গেট করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

৫. ভিডিও রেকর্ডিং করা বাধ্যতামুলক। সেই ভিডিও পাঠাতে হবে জেলা শাসকের কাছে।

৬. জেলা শাসক প্রত্যেক মণ্ডপে একজন নোডাল অফিসার মোতায়েন করবেন। পাশাপাশি গাইডলাইন মানা হচ্ছে কি না তা দেখতে পুলিশও মোতায়েন করা হবে।

এই নিয়ম মেনে এবার পুজোর আয়োজন করেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক। পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ‘‘এবার শুধু পুজো হচ্ছে। কোনও সেলিব্রেশন হচ্ছে না। কোনও উৎসবের রং নেই। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। ভোগ, প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবার তা হবে না। দর্শনার্থীদের সুবিধার জন্য অনলাইন পুজো, অনলাইন অঞ্জলীর আয়োজন করেছি। কেউ যদি বিশেষ ভোগ চান, তাহলে সেটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’

আরও পড়ুন:ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...