Monday, November 3, 2025

এবার ব্রাজিলে অ্যাস্ট্রজেনেকার ট্রায়ালে মৃত্যু এক স্বেচ্ছাসেবকের

Date:

Share post:

ফের অ্যাস্ট্রজেনেকার ট্রায়ালে বিপত্তি। ট্রায়াল চলাকালীন মৃত্যু হল এক স্বেচ্ছাসেবকের। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা (আনভিসা) এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে টিকার ওভারডোজের কারণেই ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, রিও ডে জেনেইরোর বাসিন্দা, ২৮ বছরের ডঃ জোআও পেড্রো আর ফেইটোসা এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতি জটিল হয়ে পড়ে তাঁর। পরে মারা যান তিনি। এই স্বেচ্ছাসেবকের মৃত্যুর কারণ নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি ব্রাজিলের স্বাস্থ্য দফতর। তবে ওই ব্যক্তি যে ট্রায়ালের সঙ্গে জড়িত ছিলেন তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার চিনা মহিলাকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

যদিও, গবেষকরা জানিয়েছেন ফেইটোসা মারা যাওয়ার আগে পর্যন্ত ভ্যাকসিন নেয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গবেষকরা জানিয়েছেন, ট্রায়ালে অংশগ্রহণকারীরা কন্ট্রোল গ্রুপের হোক বা করোনাভাইরাস ভ্যাকসিন গ্রুপের, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সমস্ত মেডিক্যাল ঘটনা খতিয়ে দেখা হয়। এক্ষেত্রেও পরীক্ষা করে দেখা হবে। যদি জানা যায়, ভ্যাকসিন নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে, তবে ট্রায়াল বন্ধ করে দেওয়া হবে।

ব্রাজিলে চলছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বর্তমানে। গবেষকরা জানিয়েছেন ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তাই আপাতত, এই ট্রায়াল চালু থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই এই ট্রায়ালের ফল মিলবে।

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার জীবন তুলে ধরা মণ্ডপে আসছেন ‘ত্রাতা’ সোনু সুদ

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...