Saturday, November 29, 2025

পর্যটন ছাড়া অন্য কাজে আসতে পারেন প্রবাসী ও বিদেশিরা, অনুমতি কেন্দ্রের

Date:

Share post:

করোনা মহামারীর কারণে কয়েকমাস ধরে ভারতে আসা ও বিদেশে যাওয়া বন্ধ ছিল। এখন নিউ নর্মালে ধীরে ধীরে চালুর পথে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানাল, পর্যটন ছাড়া অন্য কাজের জন্য ভারতে আসতে চাওয়া বিদেশিদের ভিসা দেওয়া হবে। প্রবাসী ভারতীয় ও বিভিন্ন কাজের জন্য এদেশে আসতে চাওয়া বিদেশি নাগরিকরা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী, ভারতীয় বংশোদ্ভূত-সহ সব বিদেশি নাগরিকদের আকাশ ও জলপথে ভারতে আসার অনুমতি দেওয়া হচ্ছে। পর্যটক ছাড়া অন্যদের এদেশে আসা ও যাওয়ার উপর ছাড় দেওয়া হবে। পর্যটন ছাড়া যে কোনও দরকারে ভারতে আসতে পারেন তাঁরা। অনুমোদিত বিমানবন্দর ও সমুদ্র বন্দরের মাধ্যমে এই সুবিধা পাবেন।

আরও পড়ুন : বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনও বিদেশি নাগরিক যদি চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য ভারতে আসতে চান, তবে তাঁকে মেডিক্যাল অ্যাটেনডেন্ট-সহ ভিসার জন্য আবেদন করতে হবে।

অতিমারি পরিস্থিতিতে বিদেশে যাতায়াত বন্ধ করে কেন্দ্রীয় সরকার। যদিও এনিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে কেন্দ্রে সংঘাত বাধে। কারণ, করোনা রুখতে অনেক আগেই বিদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই না মেনে মোদি সরকার সিদ্ধান্ত নিয়ে অনেক দেরি করে বলে অভিযোগ। তবে, দীর্ঘদিন বিদেশের সঙ্গে বিমান চালচল বন্ধ থাকার পরে, বন্দে ভারত মিশনের অধীন বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরার কাজ শুরু করে বিদেশ মন্ত্রক। কিন্তু বিশেষ বিমান ছাড়া বন্ধ ছিল সবই। এবার আনলক পর্বে এসে সেই নিয়মও শিথিল করা হল।

আরও পড়ুন : কেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে বাঙালিকে বঞ্চনা? বাংলা পক্ষ সময় চাইল রাজ্যপালের

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...