জগদ্দলের বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ফের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীর মিলন হালদারকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দুর্গাপুজোতেও এই রাজ্যে একজন মায়ের সন্তান কেড়ে নেওয়া হয়েছে। মিলন হালদারের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ। বিজেপির রক্ত যত ঝরবে, তত বেশি শক্তি বাড়বে- হঁশিয়ারি দিয়েছেন লকেট।

আরও পড়ুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক? গুলি করে খুনের চেষ্টা স্বামীর
