Monday, November 10, 2025

সোনায় মোড়া শ’খানেক কফিন, মহামারির মিশরে পর্যটন ঘুরে দাঁড়ানোর আশা

Date:

Share post:

রহস্যে মোড়া মিশরের ইতিহাস থেকে এবার বেরিয়ে এল শ’খানেক কফিন। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সক্কারা নেক্রপলিসের কবরস্থান থেকে কফিনগুলি উদ্ধার করা হয়েছে। কফিনগুলির মধ্যে অধিকাংশই সোনায় মোড়া। মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে উদ্ধার হওয়া ১০০টি কফিন প্রায় আড়াই হাজার বছরের পুরনো। এই কফিনগুলির মধ্যে কয়েকটি থেকে অক্ষত মমিও পাওয়া গিয়েছে।

কী রাখা ছিল কফিনে?

মিশরের রাজধানী মেম্ফিস এর সমাধি স্থান সাক্কারা। এই অঞ্চল ইউনেস্কো অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রত্নতত্ত্ববিদদের ধারণা কফিনের মধ্যে যে দেহগুলি রয়েছে তা মিশর সভ্যতার একেবারে শেষ পর্যায়ের। এখনও পর্যন্ত সবকটি কফিন খোলা হয়েছে। গায়ারোগ্ল্যাফিক ছবি দিয়ে সাজানো অধিকাংশ কফিন। উদ্ধার হওয়া ১০০ কফিন পলিমেইক শাসনকালের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকেকর শাসনকাল।

তবে এই প্রথম নয় মাস খানেক আগে ওই অঞ্চল থেকে আড়াই হাজার বছর আগের কফিন উদ্ধার হয়েছিল। সেই সময় সংখ্যাটা ছিল ৫৯। তবে ওই কফিনগুলিতে সোনার প্রলেপ ছিল না। দিন কয়েক আগে উদ্ধার হওয়া ১০০টি কফিনের মধ্যে ৪০টিতে আছে প্রাচীন দেবদেবীর মূর্তি। সরকারের এক শীর্ষকর্তা জানিয়েছেন, উদ্ধার হয়েছে বেশকিছু মুখোশ। যা মিশরের গিজা মালভূমির গ্র্যান্ড জাদুঘরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা সংক্রমণের পাশাপাশি মিশরেও ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের পর্যটন শিল্প। অনেকেই মনে করছেন নতুন এই নিদর্শন উদ্ধার হওয়ার ফলে আবার পর্যটন ঘুরে দাঁড়াবে। কারণ, প্রাচীন নিদর্শন দেখার আগ্রহে দেশ বিদেশ থেকে অনেকেই মিশরের জাদুঘরগুলিতে ভিড় জমাবেন।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউ, পোশাক খাতে আবারও কমল বরাত

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...