Thursday, August 21, 2025

মানচিত্রে গোলযোগ, ভারতের আপত্তিতে প্রত্যাহার সৌদির নোট

Date:

Share post:

জি-২০ সম্মেলন উপলক্ষে ২০ রিয়ালের এক নতুন ব্যাংকনোট ছেপেছিল সৌদি আরব। তবে সেই নোটে যে ছবি ছাপা হয়েছিল সেখানে লাদাখ এবং জম্মু কাশ্মীরকে রাখা হয়েছিল ভারতের মানচিত্রের বাইরে। এই ঘটনায় তীব্র আপত্তি জানায় ভারত সরকার। ভারতের দাবি মেনে অবশেষে সেই নোট ছাপা বন্ধ করার নির্দেশ দিল সৌদি আরব। পাশাপাশি যেসব নোট ছাপা হয়েছে সেগুলি ফিরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে সৌদি প্রশাসনের তরফে।

শনিবার জি-২০ সম্মেলন শুরু হচ্ছে সৌদিতে। এই আন্তর্জাতিক সম্মেলনকে উপলক্ষ করে অক্টোবর মাসের শেষের দিকে ২০ রিয়ালের নতুন নোট বাজারে ছাড়ে সৌদি সরকার। যার একদিকে ছিল সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদর ছবি ও জি ২০ সম্মেলনের প্রতীক। অন্যদিকে, ছিল বিশ্ব মানচিত্র। এখানেই ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয় সেখানে দেখা যায় জম্মু কাশ্মীর ও লাদাখকে অন্য দেশের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় রিয়াদে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত এর তীব্র প্রতিবাদ জানান। এরপরই নড়েচড়ে বসে সৌদি প্রশাসন। সবশেষে এই আন্তর্জাতিক সম্মেলন শুরু আগের দিন অর্থাৎ শুক্রবার নোটটি প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুন:দিলীপকে ‘ভাইরাস’ আখ্যা অনুব্রতর, “বেশি ডায়ালগ বাজি করে লাভ নেই” পাল্টা দিলীপ

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বেশ উন্নত। ভারতের অন্দরে তেলের পাশাপাশি নানা ক্ষেত্রে শুরু হয়েছে সৌদি বিনিয়োগ। ফলস্বরূপ এহেন একটি সমস্যায় স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে সৌদি প্রশাসন। এরপর নোট প্রত্যাহার যে ভারত ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কে একটি ইতিবাচক বার্তা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...