ইশারায় থামালো জলের ট্যাঙ্কার, গলা ভেজাল হাতি

আবারও বুদ্ধির প্রমাণ দিল একটা হাতি। হাতিদের বুদ্ধির জন্য বেশ সুখ্যাতি রয়েছে। কিন্তু এবারের ভিডিও ক্লিপিং দেখে একেবারে অবাক নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি জলের ট্যাঙ্কার থামাতে আচমকা এগিয়ে আসে একটি হাতি। হাতিটির ভীষণই জলতেষ্টা পেয়েছিল। আর তেষ্টা মেটাতেই জলের ট্যাঙ্কারের ড্রাইভারকে গাড়ি থামানোর ইঙ্গিত করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কর্নাটকের বনমন্ত্রী আনন্দ সিং এর ছেলে সিদ্ধার্থ সিং। তিনি ব্যাপারটি বুঝতে পেরে ড্রাইভারকে ট্যাঙ্কের ঢাকনা খুলে দিতে বলেন। এরপর হাতির জল খাওয়া শেষ হলে সেখান থেকে একদল হাতি ফিরে যায়।

করোনা পরিস্থিতির জেরে এবছর কর্নাটকে হাম্পি উৎসব তিনদিনের বদলে একদিনই পালন হয়েছে। বিজয়নগর সাম্রাজ্যের আড়ম্বর, জাঁকজমক ও গৌরব প্রকাশিত হয় এই উৎসবের মধ্য দিয়ে। বেঙ্গালুরু থেকে ৩৭৬ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর ভারতের সর্বশেষ হিন্দু রাজ্য হিসেবে ঘোষণা করেছে ইউএসইএসসিও।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই হাম্পি উৎসবে শামিল হতে। এটি কর্নাটকের একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব।

আরও পড়ুন-শেষ ইচ্ছে পূরণ হলো না মারাদোনার

Previous articleবেলঘড়িয়ায় শ্যুটআউট, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু যুবকের
Next articleকিশোর-পুত্রকে নিয়ে ‘আত্মঘাতী’ প্রাক্তন নৌসেনা অফিসারের স্ত্রী, কারণ নিয়ে ধোঁয়াশা