Monday, August 25, 2025

ই-রিকশর চাকায় ওড়না আটকে ধড় থেকে ছিন্ন মুণ্ড

Date:

Share post:

আবারও ওড়নাই হয়ে উঠল মৃত্যু ফাঁদ। অসাবধানতার জেরে প্রাণ গেল বছর পঞ্চাশের প্রৌঢ়ার। ঘটনা বাঁশদ্রোনীর ব্রহ্মপুরের।

জানা গিয়েছে, ব্রহ্মপুর বাদামতলার সম্প্রীতি আবাসনের বাসিন্দা বছর পঞ্চাশের সবিতা মিস্ত্রি। এদিন বিকেলে ই-রিকশয় চেপে স্বামী ও বোনের সঙ্গে বাজারে যাচ্ছিলেন সবিতা। স্বামী পেশায় রঙ মিস্ত্রি নিরঞ্জন মিস্ত্রি। হঠাৎই সবিতা মিস্ত্রির চুড়িদারের ওড়না ই-রিকশর চাকাতে জড়িয়ে যায়। প্রথমে তিনি খেয়াল করেননি। ই-রিকশ তখন জোরেই চলছিল। এক সময় ওড়নাটি ফাঁস হয়ে ওই মহিলার গলায় আটকে যায়। এতে টাল সামলাতে না পেরে রিকশ থেকে নীচে পড়ে যান ওই মহিলা। কিন্তু রিকশ তখনও চলতেই থাকে। এভাবেই অনেকটা রাস্তা ওই মহিলাকে কার্যত টেনে-হিঁচড়ে নিয়ে যায় রিকশটি।

স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের চিত্কারেই বিষয়টি নজরে পড়ে সবিতা মিস্ত্রির স্বামী ও চালকের। ততক্ষণে সবটাই শেষ হয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। মুণ্ড ধড় থেকে কার্যত আলাদা হয়ে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। তারা রিকশচালক, মহিলার স্বামী ও বোনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন, সবার চোখের সামনে এক পলকে এই দুর্ঘটনা ঘটলেও কেউ কিছু করে উঠতে পারেননি। মহিলার ওড়নাটি সিনথেটিক হওয়ায় এক্ষেত্রে তা মৃত্যু নিশ্চিত করেছে বলে পুলিসের আনুমান। রবিবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে। শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ রিকশটিকে আটক করেছে। অভিযোগ না থাকায় চালককে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন-আর এজেন্সি নয়, সরাসরি নবান্ন থেকে বেতন পাবেন রাজ্যের ঠিকা কর্মীরা

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...