তিন টেস্টে অধিনায়ক রাহানের ওপর ভরসা বিরাটের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ( India vs Australia test) টেস্ট ম‍্যাচ। গোলাপি বলের দিন রাতের টেস্টে নামার আগে সতর্ক ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)।

আগামীকাল এডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষনা করেছে নির্বাচক মন্ডলি। যেখানে ওপেনার হিসাবে ময়ঙ্কের সঙ্গে মাঠে নামবেন পৃথ্বি শাহ। অপরদিকে তৃতীয় পেসার হিসাবে যোগ দিচ্ছেন উমেশ যাদব। এই দল নিয়ে আশাবাদী অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসছেন বিরাট কোহলি। কারন স্ত্রী অনুষ্কা শর্মা ( Anushka Sharma) সন্তানসম্ভবা। সেই কারনেই প্রথম ম‍্যাচের পর দেশে ফিরে আসবেন তিনি। বাকি তিন টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে( Ajinkya Rahane)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানে দলকে সঠিক নেতৃত্ব দেবেন বলে মনে করছেন বিরাট। ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে বিরাট বলেন,” বহুদিন ধরেই আমার এবং রাহানের মধ‍্যে বোঝাপড়া খুবই ভাল। আমরা একে-অপরকে বিশ্বাস করি। ও আমাদের দলের শক্তি – দুর্বলতা সম্পর্কে সমস্তটা জানে।”

এদিকে প্রথম টেস্টে স্টিভ স্মিথকে পাওয়া যাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক পেন।

আরও পড়ুন:আইএফএ শিল্ডের ফাইনালে জর্জের মুখোমুখি রিয়েল কাশ্মীর

Previous article“জেলা সভাপতি হিসেবে এটাই আমার শেষ বক্তব্য”, জিতেন্দ্র তিওয়ারির ইঙ্গিতপূর্ণ বার্তা
Next articleরাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর