Saturday, August 23, 2025

বাবরির চেয়েও বড় অযোধ্যার নয়া মসজিদ, থাকছে হাসপাতাল, প্রকাশ্যে ব্লু প্রিন্ট

Date:

Share post:

অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দিরের(Ram Mandir) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জোর কদমে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি। এবার আদালতের নির্দেশ মতো ৫ একর জমিতে শুরু হল মসজিদ নির্মাণের প্রস্তুতি। অযোধ্যার(Ayodhya) সোহাভাল তহসিলের ধাননিপুর গ্রামে পাঁচ একর জমিতে তৈরি হবে এই মসজিদ। সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (IICF) ট্রাস্ট এই মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে। এদিন প্রকাশ্যে এলো নয়া এই মসজিদের নকশা।

জানা গেছে, আগামী বছরের শুরুতেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদ চত্বরে থাকছে একটি হাসপাতালও(Hospital)। দ্বিতীয় দফায় এই হাসপাতাল আরো বাড়ানো হবে। জানা গিয়েছে পুরোপুরি পাশ্চাত্য আদলে তৈরি করা হচ্ছে এই মসজিদ(Mosque)। যদিও মসজিদের নাম এখনো ঠিক করা হয়নি তবে কোনও প্রাচীন সম্রাট বা রাজার নামে এর নামকরণ করা হবে। সংশ্লিষ্ট ট্রাস্ট পৃথিবীর বেশ কয়েকটি মসজিদের নকশা দেখার পর আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এই মসজিদের নকশায় স্বীকৃতি দেয়।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বাগান জুড়ে রয়েছে বিশাল কাচের একটি গম্বুজ আকৃতির মসজিদ। এর পিছনে রয়েছে হাসপাতাল। মাল্টি স্পেশ্যালিটি এই হাসপাতালের পাশাপাশি রয়েছে কমিউনিটি কিচেন এবং লাইব্রেরী। এই মসজিদের প্রধান স্থপতি অধ্যাপক এস এম আখতার বলেন, এই মসজিদের কাঠামো হবে গোলাকার। একসঙ্গে ২ হাজার জন নামাজ পড়তে পারবে এখানে। শুধু তাই নয়, নতুন এই মসজিদ বাবরি মসজিদের চেয়েও বড় হবে। মসজিদটির সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হবে হাসপাতালটি।

আরও পড়ুন:বাংলায় এসে ৭ টি সাজানো মিথ্যে বলেছেন শাহ, ব্যাখ্যা দিলেন ডেরেক

আরও জানা গিয়েছে, মসজিদ চত্বরে থাকা হাসপাতালটি ৩০০ শয্যা বিশিষ্ট। মিশনারীদের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা করা হবে এখানে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সৌরশক্তি ও প্রাকৃতিক তাপ সংরক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে নির্মাণে। আসন্ন জানুয়ারি মাসেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...