Saturday, November 8, 2025

‘বিশ্বাসঘাতক শুভেন্দু-মিহির’, কোচবিহারে ধিক্কার মিছিল তৃণমূলের

Date:

Share post:

প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে কোচবিহার শহরে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। রবিবার দুপুরে কোচবিহার শহরের স্টেশন মোড় এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসে থেকে সমস্ত রকম সুবিধে নিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মেরে নিজেদের ও নিজেদের পরিবারের ভবিষ্যৎ সুন্দর করতে বিজেপিতে যারা যোগ দিলেন তাঁদের চিনিয়ে দিতেই এই ধিক্কার মিছিল ।”

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সবার প্রথমে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। মিহির বাবু বিজেপিতে যোগ দেওয়ার পর সম্প্রতি কোচবিহারে এসে রাসমেলা ময়দানে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও ওই সভায় মিহির বাবু সম্পর্কে সেভাবে কিছু বলতে শোনা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও মিহির বাবুর বিজেপিতে যোগদানকে সেভাবে গুরুত্ব দিতে রাজি হয়নি।

আরও পড়ুন:বিনয়ের কড়া সমালোচনার পাশাপাশি বিজেপিকে রুখতে একত্রে চলার ডাক বিমলের

কিন্তু এরপরেই মেদিনীপুরের তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ১০ বিধায়ক, ১ সাংসদ ও ১ প্রাক্তন সাংসদ সহ বেশ কয়েকজন নেতা ও সাধারণ কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান তৃণমূল নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে। আর সেই কারনেই কোচবিহারের মত প্রান্তিক জেলাতেও মিহির গোস্বামী ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পথে নামতে হল তৃণমূলের যুব সংগঠনকে।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...