আগের মতো স্লিম এবং ফিট হতে জিমে গিয়ে ঘাম ঝড়াচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গর্ভাবস্থায় দেহের পরিবর্তন হয় তাঁর। যা তিনি হাসিমুখে মেনে নিয়েছিলেন। তবে ইউভান হওয়ার পর থেকে সেই মেদহীন, স্লিম-ফিট চেহারার শুভশ্রীকে ফিরে পেতে জিমে গিয়ে কসরত করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সঙ্গে সদ্য মায়েদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুভশ্রী স্টোরিতে নিজের শরীরচর্চার ভিডিও এবং একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছে একটি কালো রঙের টি-শার্ট এবং একটি কালো রঙের শর্টস পরে শরীরচর্চা করেছেন। অভিনেত্রী সদ্য মায়েদের উদ্দেশে লিখেছেন, ‘৫ মাসের মায়েরা, আমরা সকলে এখন আপার বডি লাইট ওয়েট দিয়ে শরীর চর্চা শুরু করতে পারি’। যদিও এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, পাঁচ মাস আগে অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরে ইউভানের মা-বাবা হয়েছেন রাজ-শুভশ্রী।

আরও পড়ুন-এবার ভুয়ো ভোটার খুঁজবে ‘বুথ অ্যাপ’