প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়ঙ্কর অবস্থা উত্তরাখণ্ডে। সোমবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের। নিখোঁজ ২০০। রবিবার সকাল ১০ টা ৪৫ নাগাদ উত্তরাখণ্ডে চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ধৌলিগঙ্গা নদীতে ভয়ঙ্কর বন্যা হয়েছে৷ সেই সময় উত্তরাখণ্ডের ছেলে ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। এমন প্রাকৃতিক দুর্যোগের জেরে সে রাজ্যের বেশ কিছু এলাকায় ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। এমতাবস্থায় শান্ত থাকতে পারলেন না ইন্ডিয়া টিমের উইকেট কিপার। ধসের ত্রাণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে পাওয়া ম্যাচ ফি দান করার কথা টুইট করে ঘোষণা করলেন পন্থ। সঙ্গে ঋষভ সাধারণ মানুষের কাছেও অনুরোধ করেন, তাঁরাও যেন নিজেদের সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করেন।

Deeply pained by the loss of life in Uttarakhand. Would like to donate my match fee for the rescue efforts and would urge more people to help out.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021
টুইট করে ঋষভ পন্থ লিখেছেন, “উত্তরাখণ্ডের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি আমার ম্যাচ ফি ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য দান করতে চাই। যারা বিপদে আছেন, উদ্ধারকারীরা তাদের নিরাপদে উদ্ধার করতে পারবেন। সাধারণ মানুষের কাছে অনুরোধ তাঁরাও যেন সাধ্যমতো ত্রাণ তহবিলে দান করেন।”
আরও পড়ুন-কৃষি আইন নিয়ে আন্দোলনকারীদের ‘পরজীবী’ বলে তীব্র কটাক্ষ মোদির
