Tuesday, November 11, 2025

‘টুকলি’ করে বিজেপির প্রচার-গান! সরব সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

একুশের ভোটযুদ্ধে প্রচারে স্লোগান যুদ্ধ। একই স্লোগান নিয়ে কাড়াকাড়িও বিস্তার। তার সঙ্গে যোগ হয়েছে গান; বলা ভালো প্যারোডি। ‘টুম্পা সোনা’র প্যারোডি করে ব্রিগেড সমাবেশের আহ্বান জানিয়েছে বামেরা। সেই নিয়ে চর্চার মধ্যেই এবার বিজেপির করা “বেলা চাও”-এর প্যারোডি (Parody) নিয়ে আলোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়।

একুশের বঙ্গ বিধানসভা ভোট নানা অনুষঙ্গে রঙিন। কখনও প্যারোডি, তো কখনও নতুন গান। মিটিং, মিছিল, সভা থেকে সোশ্যাল মিডিয়া- প্রচারে রীতিমতো ঝড় তুলেছে সেসব। সিপিআইএমের (CPIM) ‘টুম্পা সোনা’র পর এবার বিজেপির (BJP) প্রচার গান। টুইটারে গানটি শেয়ার করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর কটাক্ষ, ‘‘যাঁরা স্লোগান (Slogan) প্রকাশ করা নিয়ে আগ্রহী, তাঁদের জন্য একেবারে বাঙালিয়ানায় স্লো-গান প্রকাশ করা হল”।

Advt

আরও পড়ুন-ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল ইডি

গানটি ইতিমধ্যে বেশ ভাইরাল হলেও, মূল গানের উৎস চমকে দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির কৃষকদের বিক্ষোভ প্রকাশে মুখে মুখে তৈরি হয় ‘বেলা চাও’ লোকগানটি। এর সঙ্গে বাম আন্দোলনের যোগ রয়েছে। এই গানের কথার অনুবাদ করলে যা দাঁড়ায় গেরুয়া শিবিরের প্যারডিতে তার হুবহু অনুবাদ। বিজেপির গায়ে ‘ফ্যাসিবাদী’ তকমা সেঁটেছে বিরোধীরা। এই দলেরই এবার ফ্যাসিবাদ বিরোধী গানকে হাতিয়ার করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে ‘বেলা চাও’-কে টুকতে হল কেন বিজেপির? তারা নিজেরা কেন কোন স্লোগান বা গান কেন বাঁধতে পারল না? এর আগে বাংলাদেশের ‘খেলা হবে’ স্লোগান প্রথম শোনা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে। আর এই প্যারাডি তখনই প্রকাশ পেল, যখন বামেরা একটি চটুল বাংলা গানের প্যারোডি প্রকাশ করেছে তারপর। রাজনৈতিক মহলের একাংশের মতে, টুকেই বঙ্গ রাজনীতিকে দখল পেতে চাইছে বিজেপি।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...